SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 340
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্রীয় ( ভূমিতে পতিত ) ফাড়িও (স্ফাটিত =পুরাতন বস্ত্রের ন্যায় বিদারিত) ( ও) ছিন্নো ( ছিন্ন =শূকর ও কুকুরের দংষ্ট্রার দ্বারা ছিন্ন ) ( হইয়াছি ) ॥৫৪। বরাহ ও কুকুরের রূপধারী শ্যাম ও শবল নামক পরমাধার্মিক দেবের দ্বারা আমি চিৎকার ও ছটফট করিতে করিতে অনেকবার ভূপাতিত, বিদারিত ও ছিন্ন হইয়াছি ॥৫ ৪|| অসীহিং অয়সিবাহিং, ভল্লীহিং পট্টিসেহি য়। ছিগো ভিগ্নো বিভিগ্নোয়, ওইগো পাবকস্মাণ ॥৫৫|| (আমি) পাবকম্মুণা ( পাপকর্মের দ্বারা) ওইন্নো ( অবতীর্ণ =নরকে উৎপন্ন হইয়া অথবা উদীৰ্ণ =প্রেরিত হইয়া) অয়সিবাহিং ( অতসীবর্ণের =অতসীপুষ্পবর্ণের, পীত বর্ণের) অসীহিং (অসির দ্বারা =খঙ্গের দ্বারা) ভল্লীহিং ( ভল্লীর দ্বারা =ভল্ল বা বর্শার দ্বারা) য় (ও) পট্টিসেহি ( পটিশের দ্বারা = বিশেষ প্রকারের প্রহরণের দ্বারা) ছিন্নো (ছিন্ন =দ্বিধাকৃত, দুই খণ্ড করিয়া দেওয়া ) ভিগ্নো ( ভিন্ন = বিদারিত) য় (ও) বিভিন্না ( বিভিন্ন =খণ্ড খণ্ড করিয়া দেওয়া ) ( হইয়াছি ) | ৫|| পাপকর্মের দ্বারা নরকে উৎপন্ন হইলে পীতবর্ণের অসি, ভল্ল ও পটিশ প্রভৃতি প্রহরণের দ্বারা আমার শরীরকে ছিন্ন ভিন্ন ও খণ্ড খণ্ড করিয়া দেওয়া হইয়াছে ॥৫৫|| অবসাে লােহরহে জুতো, জলংতে সমিলাজু। চোইও তােত্তজুত্তেহিং, রােত্মো বা জহ পাড়িও ॥৫৬। ( আমি) অবসাে ( অবশ =পরবশ হইয়া) লােহরহে (লৌহরথে = লৌহ নির্মিত গাড়ীতে) জলংতে ( জ্বলন্ত ) সমিলাজুএ (যুগ অর্থাৎ জোয়াল ও সমিলা অর্থাৎ তাহার ছিদ্রে দিবার কীলকে) জুতো (যােজিত হইয়াছি ) | ১। উববন্নো’ টীকা ৩। “উদীর্ণ: প্রেরিতঃ স” টীকা ১। “অবতীর্ণো নরকে ইতি গম্যতে” টীকা ২ ও ৩। ২। “সমিলা যুগরক্ষেপণীয়কীলিকা যুগস্তু ধূসরঃ” টীকা ১। ৩। তােত্রাণি প্ৰাজনকানি পুরাণকাদীনি যােক্তাণি নাসাপ্রেতবদ্ধরঙ্গুবন্ধনানি” টীকা ১। ৪। “রােঙ্কো বা ইতি গবয়ব ইব” টীকা ১। “রােত্মঃ পশুবিশেষঃ” টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy