SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 324
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্ৰীয় অন্মতায় মএ ভোগা, ভুত্তা বিসফলোবমা পচ্ছা কড়ুয়বিবাগা, অণুবংধদুহাবহা ॥ ১১॥ অম্মতায় ( হে মাতাপিতা ) বিসফলোবমা ( বিষফলোপমা=বিষফলের ন্যায় ) পচ্ছা (পশ্চাৎ) কড়ুয়বিবাগা (কটুক বিপাকা=পরিণামে দুঃখদায়ক ) ( 3 ) অণুবংধছহাবহা ( অনুবন্ধদুঃখাবহা = অনবচ্ছিন্ন দুঃখদায়ক ) ভোগা বিষয়ভোগ ) মএ ( আমার দ্বারা ) ভুত্তা ( ভুক্ত হইয়াছে ) ॥১১৷ হে মাতাপিতা বিষফলের ন্যায় আপাতমধুর অথচ পরিণামে দুঃখজনক ও অনবচ্ছিন্ন কষ্টদায়ক বিষয়ভোগ আমি ভোগ করিয়াছি ॥ ১১॥ ইমং সরীরং অণিচ্চং, অসুইং' অসুইসংভবং । অসাসয়াবাসমিণং, দুক্‌খকেসাণ ভায়ণং ॥১২৷৷ ७.१ ইমং ( এই ) সরীরং ( শরীর ) অণিচ্চং ( অনিত্য ) অসুইং ( অশুচি ) অসুইসংভবং ( অশুচি সংভব= অপবিত্র শুক্রশোণিতাদি হইতে উৎপন্ন ) ( এবং ) ইণং ( ইহা ) অসাসয়াবাসং ( অশাশ্বতাবাস = যাহাতে অনিত্যকালের জন্য প্রাণ থাকে, ক্ষণভঙ্গুর ) ( ও ) দুক্‌খকেসাণ ( দুঃখ ক্লেশের ) ভায়ণং ( ভাজন ) ॥ ১২॥ এই শরীর অনিত্য, অশুচি ও অপবিত্র পদার্থ হইতে উৎপন্ন এবং ইহা ক্ষণভঙ্গুর ও দুঃখক্লেশের ভাজন ॥১২॥ অসাসএ সরীরংমি, রইং নোবলভামহে' । পচ্ছা পুরা ব চইয়ব্বে, ফেণবুব্ব য়সগ্নিভে ॥১৩॥ পচ্ছা ( পশ্চাৎ=বিষয়ভোগ ভোগ করিবার পর, বার্দ্ধক্যাদি অবস্থাতে ) ব ( ও পুরা (পূর্ব=বিষয়ভোগ ভোগ করিবার পূর্বে বাল্যাদি অবস্থায় ) চইয়ব্বে ( ত্যক্তব্য = অবশ্য ত্যাজ্য ) ফেণবুব্বু য়সগ্নিভে ( ফেণ বুদ্বুদ সন্নিভ= ফেন বুদ্বুদের ন্যায় ক্ষণস্থায়ী ) অসাসএ ( অশাশ্বত =ধ্বংসশীল ) সরীরংমি ( শরীরে ) রইং ( রতি=সুখ ) ন উবল্লামহে ( প্ৰাপ্ত হইতেছি না ) ॥১৩৷৷ যে শরীর পূর্বেই হউক বা পরেই হউক অবশ্য ত্যাগ করিতে হইবে ১। ‘অসঈ' টাকা ১ ও ২ ৷ ২। ‘নেবলভামিহং’ টীকা ১ । ‘নোবল্‌ভামহং’ টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy