SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 312
Loading...
Download File
Download File
Page Text
________________ সঞ্জয়ীয় | ২৯৫ ণরেসবাে (নরেশ্বর = চক্রবর্তী রাজা) অণুত্তরং গইং ( অনুত্তরগতি =মুক্তি) পত্তো (প্রাপ্ত হইলেন) ॥৩৯। ইক্ষাকুবংশের রাজগণের মধ্যে প্রধান, প্রথিতযশা, ভগবা, কুন্থ, নামক চক্রবর্তী রাজা মুক্তি প্রাপ্ত হইলেন ॥৩৯|| সাগরংতং চইত্তাণং, ভরহং পরবরীসরে। অরো” য় অবয়ং৫ পত্তো, পত্তো গইমণুত্তরং ॥৪ •|| সাগরংতং ( সাগরান্ত ) ভরহং ( ভারতবর্ষ ) চইত্তাণং ( ত্যাগ করিয়া) পরবরীসররা (নরবরেশ্বর =নরশ্রেষ্ঠ । অবাে য় (অর ও) অবয়ং ( অরত=রতিশূন্য, আসক্তিশূন্য অথবা অরজ=জশূন্য, কর্মশূন্য ) ( অবস্থা ) পতভা (প্রাপ্ত হইলেন) (এবং) অণুত্তরং গইং ( মুক্তি) পত্তো (প্রাপ্ত হইলেন) ॥৪০ || আসমুদ্র ভারতবর্ষের রাজ্য পরিত্যাগ করিয়া নরশ্রেষ্ঠ অর নামক চক্রবর্তীও আসক্তিশূন্য অবস্থা প্রাপ্ত হইলেন এবং মুক্তি লাভ করিলেন ॥৪০ | চইত্তা ভারহং বাসং৬, চক্কবী। মহডটিও। চইত্তা” উত্তমে ভােএ, মহাপউমাে৯ তবং চরে ॥৪ ১|| ১। জহিত্তাণং টীকা ৩। ২। ভরহবাসং’ টীকা ৩। ৩। নরেসরাে’ টাকা ৩। ৪। ইনি সপ্তম চক্রবর্তী ও অষ্টাদশ তীর্থঙ্কর। হস্তিনাপুরের সুদর্শন রাজার ঔরসে ও দেবীর গর্ভে জন্ম হয়। ইনি প্রথমে চক্রবর্তী রাজা হইয়া পরে তীর্থঙ্কর হন ও পার্শ্বনাথ পর্বতে মুক্তি লাভ করেন। ৫। “অবয়ং তি রতস্য রজসস বাহভাবরূপমরত মরজে বা” টাকা ৩। ৬। “বিউলং রজ্জং টাকা ৪। ৭। “চইত্তা বলবাহণং টীকা ৪। ৮। “চিচ্চায়’ টীকা ৩। ৯। মহাপদ্ম নবম চক্রবর্তী। হস্তিনাপুরে জন্ম, পিতা পদ্মোত্তর, মাতা জ্বালাদেবী। জ্যেষ্ঠভ্রাতার নাম বিষ্ণুকুমার। পিতা ও জ্যেষ্ঠভ্রাতা দীক্ষা গ্রহণ করিলে মহাপদ্ম রাজা হইয়া চক্রবর্তী হন। বিষ্ণুকুমার মুনি ঘাের তপস্যা করিয়া নানাপ্রকার যৌগিক বিভূতি সম্পন্ন হইয়াছিলেন। কোন সময়ে মহাপদ্ম তাহার ব্রাহ্মণ মন্ত্রী নচিকে রাজ্যপ্রদান করিয়া স্বয়ং অন্তঃপুরে থাকিতে লাগিলেন। নমুচি জৈনসাধুগণের উপর অত্যাচার আরম্ভ করিলে বিষ্ণুকুমার মুনি আসিয়া তাহাকে নিবৃত্ত করিতে চেষ্টা করিলেন কিন্তু সে নিবৃত্ত না হওয়ায় জৈন সাধুগণের
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy