SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 296
Loading...
Download File
Download File
Page Text
________________ ২৭৯ সঞ্জয়ীয় অপফোবমংডবংমী, ঝায় কুখবিয়াসবে। তাগএ মিএ পাসং, বহেই সে পরাহিবে ॥৫|| অপফোবমংডংমী ( বৃক্ষাদির দ্বারা সমাকীর্ণ মণ্ডপে =বৃক্ষনিকুঞ্জে) খবিয়াসবে (ক্ষপিতাব =যাহার আশ্রব অর্থাৎ কর্মবন্ধের হেতু ক্ষয় হইয়াছে, নিরুদ্ধাশ্রব) ঝায়ঈ (ধ্যান করিতেছিলেন) ত (তাহার ) পাসং (পার্শ্বে=সমীপে ) আগএ ( আগত) মিএ (মৃগকে) সে পরাহিবে (সেই নরাধিপ=সেই সঞ্জয় রাজা) বহেই ( বধ করিল ) ॥৫। সেই উদ্যানের অন্তর্গত বৃক্ষনিকুঞ্জে কর্মবন্ধের হেতু হইতে রহিত একজন মুনি ধ্যান করিতেছিলেন এবং তাঁহার সমীপে আগত মৃগকে রাজা বধ করিল |৫|| অহ আসগও রায়া, খিল্পমাগম্ম সাে তহিং। হএ মিএ উ পাসিত্তা, অণগারং তথ পাসঈ ॥৬|| অহ (তদনন্তর) সাে আসগও (সেই অশ্বারূঢ় ) রায়া (রাজা) তহিং (সেখানে) খিল্পমাগম্ম ( শীঘ্র আসিয়া) হএ (হত = নিহত ) মিএ (মৃগকে ) পাসিত্তা (দেখিয়া ) তখ (সেস্থলে ) অণগারং (অণগারকে=সাধুকে ) পাসঈ (দেখিল ) |৬|| তদনন্তর সেই অশ্বারূঢ় রাজা সেখানে শীঘ্র আসিয়া নিহত মৃগকে দেখিয়া সাধুকেও দেখিতে পাইল ॥৬ অহ রায়া তথ সংভংতত, অণগাররা মণাহও। মএ উ মংদপুণে, বসগিদ্ধেণ ঘ3ণা ॥৭॥ অহ (তদনন্তর) রায় (রাজা) তখ (সেস্থলে ) সংভংতাে ( সম্রান্ত = ভীত ) ( হইয়া চিন্তা করিতে লাগিল যে ) মংদপুন্নেণ ( মন্দপুণ্য = মন্দভাগ্য, হীনপুণ্য) রসগিদ্ধেণ (রসগৃদ্ধ ) ঘণা ( ঘাতক) মএ ( ময়া = আমার দ্বারা) ১। “নাগবল্লীদ্রাক্ষাদিভিবেষ্টিতে স্থানে বৃক্ষনিকুঞ্জে লতাবেষ্টিতে” টীকা ১। ২। “ঝায়তী’ টীকা ২। ৩। খবিয়াসবে' টীকা ১। ঝবিয়াসবে’ টীকা ৩। ৪। “ ঘিণ’ টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy