SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 233
Loading...
Download File
Download File
Page Text
________________ ইষুকারীয় চতুর্দশ অধ্যয়ন দেবা ভবিত্তাণ পুরে ভবংমি, কেঈ চুয়া এগবিমাণবাসী। পুরে পুরাণে ইয়ারণামে, খাএ সমিদ্ধে সুরলােয়রম্মে ॥১॥ সকম্মসেসেণ পুরাকণং, কুলেসুদগ্‌গেসু র তে পসুয়া। ণিব্বিগ্নসংসারভয়া জহায়, জিণিংদমগগং সরণং পবা ॥২॥ কেঈ (কয়েকজন) পুরে ভবংমি (পূর্বভবে) এগবিমাণবাসী (একবিমানবাসী = এক স্বর্গের অধিবাসী, একই নলিনীগুল্ম বিমানবাসী) দেব। (দেব) ভবিত্তণ ( হইয়া) চুয়া (চ্যুত হইয়া) পুরাকণং (পুরাকৃত=পূর্বজন্মে কৃত) সম্মসেসেণ (স্বকর্মশেষের দ্বারা=অবশিষ্ট পুণ্যকর্ম প্রভাবে ) পুরাণে (পুরাতন) খাএ (খ্যাত) সমিদ্ধে ( সমৃদ্ধ ) সুরলােয়রশ্নে (সুরলােকরম্য =সুরলােকের ন্যায় রমণীয় ) ইয়ারনামে (ইযুকার নামক ) পুরে (পুরে =নগরে ) উদগ্‌গে ( উদগ্র=উচ্চ ) কুলেসু (কুলে =বংশে ) তে (সেই দেবগণ ) পসুয়া (প্রসূত হইল ) নিব্বিগ্নসংসারভয়া (সংসার ভয়ে নির্বিঘ্ন অর্থাৎ উদ্বিগ্ন হইয়া) জহায় (পরিত্যাগ করিয়া = বিষয়ভােগ পরিত্যাগ করিয়া) জিণিংদমগং (জিনেন্দ্রমার্গ =তীর্থঙ্করগণের দ্বারা কথিত মুক্তিমার্গের ) সরণং (শরণ) পবন্না (প্ৰপন্না = প্রাপ্ত হইল, গ্রহণ করিল) ॥১॥২। কয়েকজন মনুষ্য পূর্বজন্মে একই স্বর্গের অধিবাসী দেবতা হইয়া সেই দেবের আয়ু পূর্ণ হইলে তথা হইতে চ্যুত হইয়া পূর্বজন্মে কৃত অবশিষ্ট পুণ্যপ্রভাবে বিখ্যাত, সুরলােকসদৃশ রমণীয়, সমৃদ্ধ ও পুরাতন ইষুকার নামক নগরে উচ্চ বংশে উৎপন্ন হইল। পরে জন্মজরামরণরূপ সংসারের ভয়ে উদ্বিগ্ন হইয়া বিষয়ভােগ পরিত্যাগ পূর্বক তীর্থঙ্করগণের দ্বারা কথিত মুক্তিমার্গের শরণ গ্রহণ করিল ॥১|২|| ১। সুরললাগরন্মে’ টীকা ৩। ২। “উগৃগে’, ‘দত্তে' টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy