________________
উত্তরাধ্যয়ন সূত্র
আবস্হা ( আবসথ = প্রাসাদ সকল ) পবেইয়া (প্ৰবেদিত আছে = প্রকীর্তিত আছে, বিখ্যাত আছে ) ( তুমি ) ইমং ( এই ) ধণপ্পভূয়ং ( প্রভূত ধনবিশিষ্ট ) পংচালগুণোববেয়ং ( পঞ্চালগুণোপপেত=পঞ্চাল দেশের সমস্ত বিশিষ্ট বস্তুর দ্বারা পরিপূর্ণ ) গিহং ( গৃহ ) পসাহি ( প্রসাধি=প্রসন্ন মনে ভোগ কর ) ॥ ১৩॥
206
রাজা বলিল হে চিত্র, উচ্চ, উদয়, মধু, কর্ক ও ব্রহ্ম নামক আমার রমণীয় পাঁচটী প্রাসাদ বিখ্যাত আছে। প্রভূত ধনসম্পত্তি সমন্বিত ও পঞ্চাল দেশের বিশিষ্ট দ্রব্যসমূহের দ্বারা পরিপূর্ণ আমার এই গৃহ তুমি প্রসন্নমনে ভোগ
কর ॥ ১৩॥
ণট্টেহি' গীএহি য় বাইএহিং, নারীজণাহিং পরিবারয়ংতো । ভুংজাহি ভোগাইং ইমাইং ভিক্ৠ, মম রোয়ঈ পব্বজ্জা হু দুক্খং ॥১৪॥
ভিক্ ( হে ভিক্ষু ) ণট্রেহি ( নাট্যের দ্বারা ) গীএহি ( গীতের দ্বারা) বাইএহিং ( বাদিত্রের দ্বারা ) ( এবং ) নারীজণাহিং ( নারীগণের দ্বারা ) পরিবারয়ংতো ( পরিবৃত হইয়া ) ইমাইং ( এই সমস্ত ) ভোগাইং ( ভোগ ) ভুজাহি ( ভোগ কর ) হু ( নিশ্চয়ই ) মম ( আমার নিকট ) পব্বজ্জা ( প্রব্রজ্যা ) দুক্খং ( দুঃখময় ) রোয়ঈ ( প্রতিভাত হইতেছে ) ॥১৪৷৷
হে ভিক্ষু, নারীগণের দ্বারা পরিবৃত হইয়া নাট্য, গীত ও বাদিত্রের দ্বারা এই কামভোগ সেবন কর। আমার নিকট প্রব্রজ্যা দুঃখপূর্ণ বলিয়াই প্রতিভাত
হয় ॥ ১৪॥
তং পুব্বণেহেণ করাণুরাগং, ণরাহিবং কামগুণেসু গিদ্ধং ৷ ধম্মসিও৺ তস হিয়াণুপেহী, চিত্তো ইমং বয়ণমুদাহরিখা ॥১৫॥
তং ( সেই ) পুব্বণেহেণ ( পূর্বস্নেহের দ্বারা = পূর্বজন্মের দ্বারা ) কয়ানুরাগ ( ক্বতানুরাগ= অনুরক্ত) কামগুণেস্থ গিদ্ধং ( বিষয়সুখে লোলুপ ) ণরাহিব ( নরাধিপকে ) তস্স্ ( তাহার= সেই রাজার ) হিয়াপেহী ( হিতানুপ্রেক্ষী=
১। নটেহিং' টাকা ২ ।
২। 'গীএহিং টীকা ২ ।
৩। ‘ধম্মংসিও' টাকা ২ ৷