SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 215
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র এয়ং সিণাণং কুসলেহি ' দিঠং, মহাসিণাণং ইসিণং পসখং । জহিংসি হায়া’ বিমলা বিসুদ্ধা, মহারিসীং উত্তমঠাণং পত্ত' ॥৪॥ ত্তি বেমি ১৯৮ এয়ং ( এইরূপ ) সিণাণং ( স্নান ) কুসলেহি ( কুশল পুরুষগণের দ্বারা = তত্ত্বজ্ঞ ব্যক্তির দ্বারা ) দিঠং ( দৃষ্ট=কথিত হইয়াছে ) (ইহাই) ইসিণং ( ঋষিদিগের ) পসখং ( প্রশস্ত ) মহাসিণাণং ( মহাস্নান= শ্রেষ্ঠ স্নান ) জহিংসি ( যে স্নানে ) হায়া (স্নাত হইয়া ) বিমলা ( বিগতকমল ) ( ও ) বিসুদ্ধা ( বিশুদ্ধ ) ( হইয়া ) মহারিসী (মহর্ষিগণ) উত্তমঠাণং ( উত্তমস্থান= মোক্ষস্থান ) পত্ত ( প্ৰাপ্ত ) ( হন ) ॥ ৪৭৷৷ ত্তি বেমি ( এইরূপ বলিতেছি ) । হে ব্রাহ্মণগণ, তত্ত্বজ্ঞ পুরুষগণ উপরোক্তরূপ স্নানের বিষয় অবগত হইয়া উপদেশ করিয়াছেন। ইহাই ঋষিগণের প্রশংসিত মহাস্নান—যেরূপ স্নান করিয়া কর্মমল রহিত ও বিশুদ্ধ হইয়া মহর্ষিগণ সর্বোত্তম মোক্ষস্থান প্ৰাপ্ত হন ৷৪৭৷৷ এইরূপ বলিতেছি । ইতি হরিকেশীয়, দ্বাদশ অধ্যয়ন ১। ‘কুসলেণ’ টাক। ১। ‘কুসলেহিং' টাকা ২। ২। ‘জহিং সিণায়া’ টীকা ৪ । ৩। “উত্তমঠাণং’ টীকা ২ ৪। ‘পত্তে' টীকা ১। ‘পত্তি' টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy