SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 208
Loading...
Download File
Download File
Page Text
________________ হরিকেশীয় ( বিজানন্ত = বিশেষ প্রকারে অবগত আছেন ) তুক্তে ( আপনি ) ন বি কুপহ ( কুপিত হইবেন না ) অমূহে ( আমরা ) সব্বজণেণ ( সকলে ) সমাগয়া ( সমাগত = মিলিত ) ( হইয়া ) তুক্তং তু ( আপনারই ) পাএ ( পাদে = চরণে ) সরণং ( শরণ ) উবেমো ( গ্রহণ করিতেছি=স্বীকার করিতেছি ) ||৩৩|| ( ব্রাহ্মণ বলিলেন) হে জীবরক্ষা বিষয়ে প্রাজ্ঞ, আপনি সর্বশাস্ত্রের তত্ত্ব ও ধর্ম অবগত আছেন। আপনি কুপিত হইবেন না । আমরা সকলে মিলিত হইয়া আপনার চরণে শরণ গ্রহণ করিতেছি ॥৩৩|| অচ্চেমু তে মহাভাগ, ন তে কিংচি' ন অচ্চিমো' । ভুংজাহি সালিমং কূরং, ণাণাবংজণসংজুয়ং ॥৩৪|| ১৯১ মহাভাগ ( হে মহাভাগ ) তে ( আপনাকে ) অচ্চেমু ( অর্চন করিতেছি=পূজা করিতেছি ) তে ( আপনার ) কিংচি ( কিছুমাত্রও চরণধূলি মাত্রও ) ন অচ্চিমো ( পূজা করিব না ) ( এরূপ ) ন ( নহে) ণাণাবংজণসংজুয়ং ( নানা ব্যঞ্জন সংযুক্ত ) সালিমং (শালিময় = শালি ধান্য নিষ্পন্ন ) কূরং ( কূর= ভাত ) ভুংজাহি ( ভোজন করুন ) ৩৪| হে মহাভাগ, আপনার পূজা করিতেছি, আপনার কিছুমাত্রও—চরণধূলি মাত্রও—পূজা করিব না এরূপ হইতে পারে না অর্থাৎ আপনার চরণধূলিও পূজা করিব। নানাপ্রকার ব্যঞ্জন সংযুক্ত শালি ধান্যের ভাত প্রস্তুত আছে, ভোজন করুন ॥৩৪|| ইমং চ মে অখি পভূয়মগ্নং, তং ভুংজস্থ অম্হ অনুগহঠা । বাঢ়ং তি পড়িচ্ছই ভত্তপাণং মাস্য উ পারণএ মহপ্পা ॥৩৫॥ মে ( আমার ) ইমং চ ( এই সকল ) পভূয়মগ্নং ( প্রভূত অন্ন ) অখি ( আছে ) অম্‌হং ( আমাদিগকে ) অনুগ্ গহট্ঠা ( অনুগ্রহার্থ=অনুগ্রহ করিবার জন্য ) তং ( সেই অন্নাদি ) ভুংজস্র ( ভোজন করুন )। মহপ্পা ( মহাত্মা ) মাসস উ ( এক মাসের) পারণএ ( পারণ করিবার জন্য= এক মাসের উপবাসের পর পারণের জন্য ) বাঢ়ংতি ( বাঢ়ং বলিয়া = তথাস্তু এইরূপই করিব বলিয়া ) ভত্তপাণং ( আহার ও পানীয় ) পড়িচ্ছই ( প্রতীচ্ছতি=স্বীকার করিলেন, গ্রহণ করিলেন ) ॥৩৫ || ১। ‘কিংচন নাচ্চিমো' টীকা ৩ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy