SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 200
Loading...
Download File
Download File
Page Text
________________ হরিকেশীয় মুনিগণ উত্তম ও অধমকুলে ভিক্ষার জন্য বিচরণ করিয়া সংযম পালন করেন ( অথবা মুনিগণ পঞ্চমহাব্রত পালন করেন ) তাঁহারাই প্রশস্ত পাত্ৰ ॥১৫৷ ১৮৩ অঙ্খাবয়াণং পড়িকূলভাসী, পভাসসে কিং তু' সগাসি অম্‌হং । অবি এয়ং বিণস্সউ অগ্নপাণং, ন য় ণং দাহামু± তুমং ণিয়ংঠা ॥১৬॥ ( ব্রাহ্মণগণের শিষ্যগণ বলিলেন ) অত্মাবয়াণং ( অধ্যাপকগণের ) পড়িকূলভাসী (প্রতিকূলভাষী=বিরুদ্ধবাদী) ( তুই ) অম্হং (আমাদের) সগাসি ( সকাশে= সম্মুখে) কিং তু (কি এরূপ) পভাসসে ( প্রভাষণ করিতেছিস্ = বলিতেছিস্ ) এয়ং ( এই ) অগ্নপাণং ( অন্ন ও পানীয় ) অবি বিণসউ ( যদি বিনষ্টও হয় ) ( তথাপি ) ণিয়ংঠা ( রে নিগ্র ন্থ=রে দরিদ্র ) তুমং (তোমাকে) ন য় দাহামু ( নিশ্চয়ই দিব না ) | ১৭|| ( যক্ষের উপরোক্ত বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণের শিষ্যগণ ক্রোধান্বিত হইয়া বলিলেন ) আমাদের অধ্যাপকগণের বিরুদ্ধবাদী তুই আমাদের সম্মুখে কি বকিতেছিস্? রে নিগ্রন্থ, এই অন্ন ও পানীয় যদি বিনষ্টও হইয়া যায় তথাপি তোমাকে কিছুতেই দিব না ৷৷১৬৷ সমিঈহিং মাং সুসমাহিয়স, গুত্তিহি গুত্তস, জিইংদিয়স। জই মে ন দাহিখত অহেসণিজ্জং', কিমজ্জ জন্নাণ লভিখ লাভং ॥১৭॥ ( যক্ষ বলিলেন ) সমিঈহিং ( পঞ্চ সমিতিদ্বারা ) সুসমাহিয়স ( সুসমাহিত= সমাধিযুক্ত) গুত্তিহি ( তিন গুপ্তি দ্বারা) গুত্তস ( গুপ্ত=নিয়ন্ত্রিত ) জিইংদিয়স ( জিতেন্দ্রিয় ) মঙ্গং ( আমাকে ) ( জানিবেন ) জই ( যদি ) মে ( আমাকে ) এমণিজ্জং ( এসণীয় = শুদ্ধ অন্নাদি ) ন দাহিখ (না দেন ) অহ ( তাহা হইলে ) অজ্জ অ্য ) জাণ ( যজ্ঞের ) কিং ( কি ) লাভং লভিখ ( প্রাপ্ত হইবে ) ॥১৭৷ পঞ্চসমিতির দ্বারা সুসমাহিত তিন গুপ্তির দ্বারা নিয়ন্ত্রিত ও জিতেন্দ্রিয় ১। ‘নু’ টীকা ২। ২। ‘দদামো’ টীকা ১। ৩। দাইজ্জই” টীকা ১ । ৪। ‘এসণিজ্জং’ টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy