SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 189
Loading...
Download File
Download File
Page Text
________________ १२ উত্তরাধ্যয়ন সূত্র জহা সা দুমাণ পবরা, জংবু নাম সুদংসণা। অণাঢ়িয় দেব, এবং হবই বহুসুএ ॥২৭ জহা (যেমন) সা (সেই) অণাঢ়িয় ( অনাদৃত বা অনার্ধিক নামক ) দেব ( দেবতার দ্বারা) ( অধিষ্ঠিত ) জং3 নাম ( জন্ধু নামক) দুমাণ ( দ্রুম অর্থাৎ বৃক্ষদিগের মধ্যে ) সুদংসণ। (সুদর্শন নামক বৃক্ষ ) পবর { প্রবর শ্রেষ্ঠ ) ( হয়) এবং (তদ্রুপ ) বহুসুএ (বহুশ্রুত) হবই ( হন ) ॥২৭। | যেমন জম্বুনামক বৃক্ষসমূহের মধ্যে অনাদৃত ব্যন্তর দেবাধিষ্ঠিত সুদর্শনাভিধেয় বৃক্ষ শ্রেষ্ঠ বলিয়া গণ্য হয় তদ্রুপ সাধুগণের মধ্যে বহুশ্রুত আচার্য শ্রেষ্ঠ। বলিয়া পূজিত হন ॥২৭। জহা সাঈণ পবরা, সলিলা সাগরংগমা। সীয়া ণীলবংতল্পবহা এবং হবই বহুস্ ॥২৮৷ জহা (যেমন) স (সেই) সলিল ( সলিলপূর্ণা) সাগরংগমা ( সাগরগামিনী) ণীলবংবতল্পবহা (নীলরঙপ্রবহা বা নীলবৎপ্ৰভবা=নীলবৎ পর্বত ১। আমরা যে পৃথীতে বাস করিতেছি তাহাকে জম্বুদ্বীপ বলে। এই পৃথীর মধ্যস্থলে মেরুপৰ্বত অধিষ্ঠিত ও তাহার সন্নিকটে জম্বুবৃক্ষ আছে। এই জন্ধুবৃক্ষগুলির মধ্যে যেটী শ্রেষ্ঠ তাহাকে সুদর্শন নামে অভিহিত করা হয়। অনাদৃত নামক ব্যন্তর দেবতা এই বৃক্ষে অবস্থান করেন। এই দেব জম্বুদ্বীপের অধিষ্ঠায়ক দেবতা ও এই জম্বুবৃক্ষের নামে এই পৃথীর জম্বুদ্বীপ নামকরণ করা হইয়াছে। এই জম্বুদ্বীপ মধ্যলােকের মধ্যভাগে কুম্ভকারের চক্রের ন্যায় গােলাকার এবং ইহার চতুর্দিক লবণসমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। ইহার ব্যাস পূর্ব পশ্চিমে ও উত্তর দক্ষিণে ১ লক্ষ যােজন করিয়া, ইহার মধ্যে ভারতবর্ষ, হৈমবতবর্ষ, হরিবৰ্ষ, বিদেহবর্ষ, রম্যকবর্ষ, হৈরণ্যবতবর্ষ ও ঐরবতবর্ষ নামক সাতটী ক্ষেত্র আছে। এই ক্ষেত্রদিগকে পৃথক করিয়া পূর্ব হইতে পশ্চিমে বিস্তৃত হিমবান্, মহাহিমবান্, নিষধ, নীল, রুক্ষ্মী ও শিখরী নামক ছয়টা পর্বত আছে যাহাদিগকে বর্ষধর পর্বত বলে। তত্ত্বার্থাধিগমসূত্র ৩৭-১১ ২। “সুদর্শনেত্যপরাভিধান” টীকা ২। ৩। “অনার্ধিক জম্বুদ্বীপাধিষ্ঠাতৃদেবস্য” টীকা ১। “অনাদৃতস্য অনাদৃতনামো দেবস্য জম্বুদ্বীপাধিপত্যেন্তরসুর” টীকা ৩। ৪। “শীতানাম্নী নীলবান্ মেরােরুত্তরস্যাং দিশি বর্ষধরপর্বতস্ততঃ...প্রভবতি পাঠান্তরতঃ প্রবহতি বা নীলবৎপ্রভবা নীলবৎপ্রবহা বা ” টীকা ৩। নীলপর্বতের সংস্থানাদির জন্য উপরে ১নং পাদটীকা দ্রষ্টব্য। পবহা’ টীকা ১ ও ৩
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy