SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 14
Loading...
Download File
Download File
Page Text
________________ কি তাহাদের দ্বারা প্রত্যেক শ্লোকের জন্য কোন কোন স্থলে এক একটী করিয়া উপাখ্যানের অবতারণা করা হইয়াছে। টীকা ৩। এ কথাগুলি প্রাকৃতে, টীকা ২। এ সংস্কৃত পদ্যে এবং টীকা ১। এ সংস্কৃত গদ্যে রচিত। উপাখ্যানের বিষয়বস্তু সমস্ত টীকাতেই এক প্রকার। এই সমস্ত উপাখ্যান মূলে না থাকায় এই স্থলে অনুবাদ করা হয় নাই, তবে মূলে যে স্থলে উপাখ্যানের উল্লেখ মাত্র আছে সেই উপাখ্যানসমূহের সংক্ষিপ্ত অনুবাদ দেওয়া হইয়াছে। এই স্থলে উল্লেখ করা যাইতে পারে যে কমলসংযমী টীকার উপাখ্যানের সংস্কৃত পদ্যসমূহ ভাষা ও কবিত্বে সুপাঠ্য ও মনােরম।। উত্তরাধ্যয়ন সূত্রের এই সংস্করণকে সর্বাঙ্গসুন্দর করিতে আমরা আমাদের জ্ঞান ও বিশ্বাসমত পরিশ্রম এবং চেষ্টার ত্রুটী করি নাই। তবে কতদূর সফলকাম হইয়াছি তাহা সুধীবৃন্দই বিচার করিবেন। আমরা আমাদের ত্রুটীবিচ্যুতি ও স্বল্প জ্ঞানের বিষয় অবগত আছি। তজ্জন্য সুধীগণের নিকট সানুনয় প্রার্থনা যে, সমস্ত টী, বিচ্যুতি ও মুদ্রণভ্রান্তি নিজগুণে ক্ষমা করিয়া সংশােধন করিয়া লইবেন। | যাহাদের অনুগ্রহে এই গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের ঈশান অনুবাদমালায় স্থান লাভ করিল তাহাদের মধ্যে কলিকাতা হাইকোর্টের বিচারপতি ও সিণ্ডিকেটের সদস্য শ্ৰীযুক্ত রমাপ্রসাদ মুখার্জি মহাশয়ের এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিণ্ডিকেটের সদস্য শ্ৰীযুক্ত সতীশচন্দ্র ঘােষ মহাশয়ের নাম বিশেষভাবে উল্লেখ যােগ্য। এই গ্রন্থটী এম. এ. পরীক্ষার পাঠ্যতালিকাভুক্ত। পঠন পাঠনে ছাত্রগণের সুবিধার জন্য তাঁহাদের একান্ত ঔৎসুক্যেই এই গ্রন্থ জনসমক্ষে প্রকাশ পাইল। এইজন্য তাহাদের নিকট আমরা কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার শ্ৰীদুঃখহরণ চক্রবর্তী মহাশয় সত্বর মুদ্রণ ব্যবস্থার জন্য অকুণ্ঠভাবে সাহায্য করিয়াছেন। এইজন্য তাহার কাছে আমরা ঋণ স্বীকার করিতেছি। বিশ্ববিদ্যালয় প্রেসের শ্ৰীযুক্ত রামকৃষ্ণ চক্রবর্তী ও নাভানা প্রেসের শ্ৰীযুক্ত বিরাম মুখখাপাধ্যায় এই গ্রন্থের মুদ্রণ সংক্রান্ত বিষয়ে অনেক সদুপদেশ দিয়া আমাদিগকে কৃতার্থ করিয়াছেন। এইজন্য তাহাদের নিকটও আমরা ঋণী। ইতি মম। অরিহংতাণং। | সিনেট হাউস কার্তিক, অমাবস্যা, বীর সংবৎ ২৪৮৬
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy