SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 100
Loading...
Download File
Download File
Page Text
________________ ক্ষুল্লকনিগ্রন্থীয় ষষ্ঠ অধ্যয়ন জাবংতবিজ্জাপুরিসা,' সব্বে তে দুগ্ধসংভবা লুপ্পংতি বহুসো মূঢ়া, সংসারংমি অণংতএ‍ ॥১॥ জাবংত ( যে সমস্ত ) অবিজ্জা ( অবিদ্যা, অবিদ্যাযুক্ত=মিথ্যাত্বযুক্ত ) পুরিমা ( পুরুষগণ ) ( আছে ) তে ( তাহারা ) সব্বে ( সকলে ) দুক্‌খসংভবা ( দুঃখসম্ভব=যাহাদের মধ্যে দুঃখের সম্ভব বা উৎপত্তি আছে অর্থাৎ দুঃখাত ) (সেই) মূঢ়া ( মুঢ়= অজ্ঞান ) অণংতএ ( অনন্তকে= অনন্ত ) সংসারংমি ( সংসারে ) বহুসো ( বারংবার ) লুপ্পংতি ( লুপ্যন্তে = আধি, ব্যাধি, বিয়োগাদির দ্বারা পীড়িত হয় ) ॥১॥ যে সমস্ত অবিদ্যাগ্রস্ত পুরুষগণ এই সংসারে আছে তাহারা সকলে দুঃখে কাতর। সেই মূর্খগণ অনন্ত সংসারে বারংবার আধি, ব্যাধি ও বিয়োগাদির দ্বারা পীড়িত হয় ॥১॥ সমিক্‌খ পংডিএ তম্হা, পাসজাঈপহে বহু । অল্পণা সচ্চমেসিজ্জা', মিত্তিং ভূএস্থ কল্পএ ॥২॥ তম্হা ( তজ্জন্য ) পংডিএ ( পণ্ডিতব্যক্তি=তত্ত্বজ্ঞানী ) বহু ( বহু = অনেক ) পাসজাঈপহে ( পাশজাতিপথ= বন্ধন ও জন্মের মার্গ, যে মার্গ অবলম্বন করিলে জন্মমরণকারক বন্ধন হয়, পুত্রকলত্রাদি সম্বন্ধজনিত পাশ ও তীব্র মোহাদি জন্য একেন্দ্রিয়াদি জাতিতে উৎপন্ন হইবার মার্গ ) সমিক্‌খ ( আলোচনা করিয়া = জানিয়া ) অল্পণা ( স্বয়ং ) সচ্চং ( সত্য = সংযম ) এসিজ্জা ( অভিলাষ করিবে= ১। 'জাবংতোঽজ্জি।' টীকা ১ । ২। ‘অণংতিগে’ টীকা ১ ৷ ৩। “পাশা অত্যন্ত পরিবশ্যহেতবঃ কলত্রাদিসম্বন্ধাপ্ত এর তীব্রমোহোদয়াদিহেতুতয়া জাতীনাম্ একেন্দ্রিয়াদিজাতীনাং পন্থানঃ তৎপ্রাপকত্বান্মার্গাঃ পাশজাতিপথাঃ তান্” টীকা ৩ ৪। ‘মেসেজ্জা' টাকা ৩ । ৫। ‘ভূএহিং’ টীকা ৩
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy