SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 30
Loading...
Download File
Download File
Page Text
________________ বলেছি। তােমার বাধা-বিপত্তি কিভাবে কম হয় সেটাই আমার উদ্দেশ্য। তােমার কথা সামনের লােকের এজাস্ট’ হওয়াই চাই। তােমার কথা সামনের লােকের সাথে এডজাস্ট’ না হলে সেটা তােমারই ভুল। ভুল ভাঙলে ‘এজাস্ট’ হবে। বীতরাগ-দের কথা এভরিহােয়্যার এজাস্টমেন্ট’এরই কথা। প্রশ্নকর্তা ও দাদাজী, এই ‘এডজাস্ট এভরিহােয়্যার’ যা আপনি বললেন তা থেকে তাে সমস্ত মহত্ত্বপূর্ণ বিষয়ের সমাধান বেরিয়ে আসে। দাদাশ্রী ঃ সবকিছুর সমাধান এসে যায়। আমার এই যে এক-একটা শব্দ, তা সকলের দ্রুত সমাধান আনার জন্য। এ সরাসরি মােক্ষ পৰ্য্যন্ত নিয়ে যাবে। সুতরাং এডজাস্ট এভরিহােয়্যার’! প্রশ্নকর্তা ঃ এখনও পর্যন্ত যা ভালাে লাগতাে তাতে সবাই এডজাস্ট হতাম আর আপনার কথা শুনে তাে মনে হচ্ছে যেখানে ভালাে লাগে না, সেখানে নিজেকেই তাড়াতাড়ি এড় জাস্ট হয়ে যেতে হবে। দাদাশ্রী ও ‘এভরিহােয়্যার এজাস্ট’ হতে হবে। দাদাজীর আশ্চর্য্য বিজ্ঞান প্রশ্নকর্তা : ‘এজাস্টমেন্ট’-এর যে কথা হচ্ছে তার পিছনের ভাব কি? আর কতদূর পর্যন্ত ‘এঞ্জাস্টমেন্ট’ নেওয়া উচিৎ? দাদাশ্রী ঃ ভাব শান্তির, হেতুও শান্তির। অশান্তি উৎপন্ন না করার। পদ্ধতি এটা। এ হল দাদাজীর এঞ্জাস্টমেন্ট’-এর বিজ্ঞান। এ এক অদ্ভূত ‘এজাস্টমেন্ট’। আর যেখানে ‘এজাস্ট’ হও না, সেখানে তার স্বাদ তাে তুমি পাও, না কি? ‘ডিসএড়জাস্টমেন্ট’-ই মূখর্তা। এডজাস্টমেন্ট’-কে। আমি ন্যায় বলি। আগ্রহ-দুরাগ্রহ এদেরকে ন্যায় বলে না। কোন প্রকারের আগ্রহ ন্যায় নয়। আমি কোন কথায় জেদ করি না। যে জলে মুগ সিদ্ধ হয়, তাতে সিদ্ধ করে নিই। শেষ অবধি নালার জলেও সিদ্ধ করে নিই। এখনও পর্যন্ত একজন মানুষও আমার সাথে ডিসএডজাস্ট হয় নি। আর এই সমস্ত লােকের তাে ঘরের চারজন সদস্যও এডজাস্ট হয় না। | এডজাস্ট হতে পারবে কি পারবে না? এরকম হওয়া সম্ভব নাকি সম্ভব। নয় ? আমরা যা দেখি তাই শিখে যাই না কি? এই সংসারের নিয়ম হল [ ২৭ ]।
SR No.030004
Book TitleAdjust Every Where
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year2016
Total Pages40
LanguageOther
ClassificationBook_Other
File Size17 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy